চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ‘শহীদ এনামুল হাসান’র স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় নাজিরহাট জেলা পরিষদ মার্কেট মাঠে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ এনাম স্মৃতি সংসদ। অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক, ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হাসান-এর আত্মত্যা‘র স্মৃতিচারণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। সভাপতিত্ব করেন নাজিরহাট পৌর বিএনপির সদস্য এস এম সফিউল আলম এবং প্রধান বক্তা ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর বিএনপির সদস্য নাছির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা হাসান কবির ও আমান উল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী- ফয়েজ তারেক, আহমদ রশীদ চৌধুরী, হাসানুল কবির, শহিদুল ইসলাম, হাসানুল করিম ফিকার, গাজী আমান উল্লাহ, মোজাহারুল ইকবাল লাভলু, আরফাত তুষার, কামরুল অপু, প্রিন্স ওমর ফারুক, মহিন উদ্দিন মেসি, এম.এ মাহফুজ, এমদাদুল্লাহ আনসারী, মো. ইমরান ও মোজাম্মেল হক অভি, প্রমূখ।
প্রধান অতিথি সরওয়ার আলমগীর তাঁর বক্তব্যে যুবদল নেতা এনামুল হাসান-এর আত্মত্যাগ স্মরণ করে বলেন, এনামুল হাসান যুব রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার নেতৃত্বের গুনাবলী ও আত্নত্যাগ বর্তমান প্রজন্মের কাছে অনুকরণীয় এবং অনুস্মরণীয় হয়ে থাকবে। রাজনীতির সমসাময়িক বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো হিন্দুস্তানের তাবেদার সরকার এ দেশে আসবে না।
অনুষ্ঠানে বক্তারা শহীদ এনামুল হাসানের আত্মত্যাগ স্মরণ করে তার আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, “শহীদ এনাম ছিলেন যুবদলের জন্য এক উজ্জ্বল পথিকৃত, তার আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দোয়া মাহফিলে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।“