রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত ফরিদপুর পীরপাল জামে মসজিদে চুরির ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় একজন চোর আটক হয়েছে। জানা যায়, বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫:০৫ ঘটিকায় মসজিদ থেকে সোলার ব্যাটারি চুরি করে পালানোর সময় এলাকাবাসী সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
আটককৃত চোরের নাম মোঃ মামুনুর রশিদ ওরফে নয়ন (৩২), পিতা- মৃত বক্ত জামাল, সাং- সদরা তালুক, থানা- কাউনিয়া, জেলা- রংপুর। তার সাথে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে মসজিদের চুরি যাওয়া ১২ ভোল্টের সোলার ব্যাটারি উদ্ধার করা হয়। ব্যাটারিটির আনুমানিক বাজারমূল্য ত্রিশ হাজার টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহজনক আচরণের কারণে মামুনুর রশিদকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার ব্যাগ তল্লাশি করে ব্যাটারিটি পাওয়া গেলে উপস্থিত লোকজন মসজিদের সোলার প্যানেল থেকে ব্যাটারিটি চুরি হয়েছে বলে নিশ্চিত হন। উত্তেজিত জনতা আটককৃত ব্যক্তিকে মারধর করলে সে সামান্য আহত হয়।
পরে স্থানীয় বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর এবং চুরি যাওয়া ব্যাটারি জব্দ করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন চুরির ঘটনা স্বীকার করেছে।
এ ঘটনার বিষয়ে মোঃ আবু ছালেক আকন্দ নামে এক ব্যক্তি থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।