ঢাকা
খ্রিস্টাব্দ

জেলেনস্কি: ২০২৫ সালের মধ্যে যুদ্ধের শেষ দেখতে চান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 1713008 জন
  • নিউজটি দেখেছেনঃ 1713008 জন
জেলেনস্কি: ২০২৫ সালের মধ্যে যুদ্ধের শেষ দেখতে চান
ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বার্লিনে এক অনুষ্ঠানে বলেছেন, তিনি ২০২৫ সালের মধ্যে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি দেখতে চান। এ সময় তিনি কিয়েভকে দেওয়া আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখারও আহ্বান জানান।


জেলেনস্কি উল্লেখ করেন, "যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের সহায়তা কমে না যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"


এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, "ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নে আমরা সফলভাবে এগিয়ে যাচ্ছি এবং আন্তর্জাতিক বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি প্রায় একই।"


পুতিন আরও জানান, দুই দেশের মধ্যে সহযোগিতা বিশ্বসংক্রান্ত নানা ইস্যুতে অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট :
সর্বশেষ সংবাদ