ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগরীতে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে পিটুনি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ২৯ জুন ২০২৫, ৭.১৯ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৯ জুন ২০২৫, ৭.১৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 489654 জন

  • নিউজটি দেখেছেনঃ 489654 জন
চট্টগ্রাম মহানগরীতে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে পিটুনি
-প্রতীকি ছবি।


চট্টগ্রাম মহানগরীতে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে ধরে পিটুনি দিয়েছে জনতা। পিটুনিতে আহত মো. রায়হান (৩২) বিজয় নগর এলাকার বাসিন্দা। রোববার দুপুরে নগরীর আকবরশাহ থানার বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আকবার শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল জানিয়েছেন, রায়হানকে স্থানীয় এক কিশোরীকে নিয়ে বিজয়নগর এলাকায় পাহাড়ি টিলার দিকে যেতে দেখেন লোকজন। এসময় স্থানীয়রা কিশোরীর বাবাকে খবর দেয়।তখন ওই কিশোরীর বাবাসহ লোকজন মিলে রায়হানকে আটকে কিশোরীকে উদ্ধার করে। এরপর লোকজন তাকে ধরে পিটুনি দেয়। পরে ঘটনাস্থল থেকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই ফয়সাল বলেন, এলাকার লোকজন জানিয়েছে, রায়হানের বিরুদ্ধে এর আগেও একই ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ আছে। কিশোরীর বাবাকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ২৯ জুন ২০২৫, ৭.১৯ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৯ জুন ২০২৫, ৭.১৯ অপরাহ্ন