ঢাকা
খ্রিস্টাব্দ

‘পলিথিনমুক্ত’ নাগরপুর বাজার গড়তে জেলা প্রশাসকের যুগান্তকারী উদ্যোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নাগরপুর, টাঙ্গাইল
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ১১.১৫ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ১১.১৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 501483 জন

  • নিউজটি দেখেছেনঃ 501483 জন
‘পলিথিনমুক্ত’ নাগরপুর বাজার গড়তে জেলা প্রশাসকের যুগান্তকারী উদ্যোগ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের অগ্রযাত্রায় যুক্ত হলো নাগরপুর বাজারের আরেকটি ইতিবাচক পদক্ষেপ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে া্ধৃসঢ়;গাইলের জেলা প্রশাসক শরীফা হক মহোদয়  আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নাগরপুর বাজারের ১০০টি মুদি দোকানকে সম্পূর্ণভাবে পলিথিনমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি মুদি দোকানকে দেওয়া হবে ১০০টি করে মোট ১০,০০০টি পাটের ব্যাগ, যা তারা গ্রাহকদের মধ্যে বিতরণ করবেন।


পাটের ব্যাগ শেষ হয়ে গেলে এই কার্যক্রম আরও সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি করার লক্ষ্যে ১৫ জন অসচ্ছল নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তারা এই সেলাই মেশিনের মাধ্যমে কাপড়ের ব্যাগ তৈরি করবেন এবং নাগরপুর বাজারে নিয়মিতভাবে সাশ্রয়ী মূল্যে সেগুলো সরবরাহ করবেন। এই উদ্যোগের মাধ্যমে একদিকে বাজারকে পলিথিনমুক্ত করার পাশাপাশি আরেকদিকে অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ করে দেওয়া হয়েছে।


জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এই কার্যক্রম শুধু পরিবেশ সুরক্ষাই নয়, স্থানীয় পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


এই উদ্যোগের মাধ্যমে  নাগরপুর বাজারকে দেশের অন্যতম মডেল ‘পলিথিনমুক্ত বাজার’ হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান সরকারের “প্লাস্টিকমুক্ত বাংলাদেশ” গড়ার অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগটি আগামীদিনে সারা দেশের বাজারগুলোতে অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সহকারি কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ সংবাদকর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শরীফা হক নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলার উদ্বোধন করেন।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নাগরপুর, টাঙ্গাইল
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ১১.১৫ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ১১.১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ