ঢাকা
খ্রিস্টাব্দ

"যাত্রী দুর্ভোগ নিরসন ও যাত্রী আন্দোলন প্রতিষ্ঠায়"

বোয়ালখালী উপজেলা যাত্রী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত

★সভাপতি-সাংবাদিক অধীর বড়ুয়া ★সাধারন সম্পাদক- মোহাম্মদ আকরাম হোসেন দুলাল
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.১২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.১২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 505978 জন

  • নিউজটি দেখেছেনঃ 505978 জন
বোয়ালখালী উপজেলা যাত্রী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

দেশের সড়ক, রেল, নৌ ও আকাশ পথের যাত্রী অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।


এই সংগঠনের চলমান কর্মসূচির আলোকে যাত্রী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বোয়ালখালী উপজেলা যাত্রী কল্যাণ সমিতির কমিটি অনুমোদিত হয়েছে। ২২ জুন সন্ধ্যায় এ উপলক্ষ্যে উপজেলার সদরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত  এক সৌজন্যে স্বাক্ষাত ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরী।

এসময়  মোঃ মোজাম্মেল হক চৌধুরী নব অনুমোদিত  পরিপত্র কপি বোয়ালখালী উপজেলা কমিটির সংশ্লিষ্টদের হাতে হস্তান্তর করেন।


অনুমোদিত এ কমিটিতে সাংবাদিক অধীর বড়ুয়াকে সভাপতি ও সংগঠক মো: আকরাম হোসেন দুলালকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটির রূপরেখা অনুমোদন করা হয়।


এ সৌজন্যে স্বাক্ষাত ও মতবিনিময় সভায় উপস্থিত হয়ে যাত্রী আন্দোলনের প্রবক্তা যাত্রী সাধারণের একমাত্র সাহসী কন্ঠস্বর বোয়ালখালীর কৃতি সন্তান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশব্যাপি যাত্রী হয়রানী রোধে ও অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে এ সংগঠনের মূখ্য উদ্দেশ্য।  তাই নব অনুমোদিত বোয়ালখালী উপজেলা কমিটির নেতৃবৃন্দদের সাথে আগামীতে বোয়ালখালীর উপর দিয়ে বয়ে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনে দীর্ঘদিন বন্ধ থাকা চট্টগ্রাম-দোহাজারী রেল গুলো আবারো চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।


তিনি আরো বলেন,বোয়ালখালীতে যাত্রী হয়রানী রোধে এবং সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে ক্ষতি পূরণ আদায়ে  প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।


এসময় উপস্থিত ছিলেন- নব অনুমোদন কমিটির সহ সভাপতি পল্টু কান্তি বড়ুয়া, মোশরাফুল হক,কপিল উদ্দিন চৌধুরী সি: যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম তালুকদার,যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুল হক মোহাম্মদ ইউনুস ইনু, সাংগঠনিক সম্পাদক এড. তৌহিদ খন্দকার, সহ অর্থ সম্পাদক সাহেদ হোসেন ছোটন, কার্যকরী সদস্য মোস্তানসিরুল হক চৌধুরী,এম এ তালেব মো: ইউসুফ,সালেহ আহম্মদ সওদাগর তৌহিদুল ইসলাম আবিদ, জালাল উদ্দীন মিন্টু প্রমুখ। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.১২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ