ঢাকা
খ্রিস্টাব্দ

ইরানের রাষ্ট্রীয় টিভি ভবনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
সোমবার, ১৬ জুন ২০২৫, ১১.১৭ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৬ জুন ২০২৫, ১১.১৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 525248 জন

  • নিউজটি দেখেছেনঃ 525248 জন
ইরানের রাষ্ট্রীয় টিভি ভবনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলি হামলায় পুড়ছে ভবন।

তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-এর প্রধান কার্যালয়ে ইসরায়েলি বিমানবাহিনী হামলা চালিয়েছে। হামলার কারণে টিভির সরাসরি সম্প্রচারে বিঘ্ন ঘটে। যদিও পরে টিভির সরাসরি সম্প্রচার পুনরায় শুরু হয়। 


হামলার ভিডিও ফুটেজে দেখা গেছে, সম্প্রচার চলাকালেই স্টুডিও কাঁপতে শুরু করে। ধূলা ও ধোঁয়ায় ভরে যায় পর্দা। একপর্যায়ে ‘আল্লাহু আকবার’ ধ্বনি শোনা যায় পেছন থেকে। একজন ব্যক্তি রক্তাক্ত হাতে দৌড়ে বেরিয়ে আসছেন বলেও ভিডিওতে দেখা গেছে।


ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এবং আল জাজিরা জানায়, হামলার কিছু আগে উপস্থাপিকা সাহার ইমামি বলছিলেন, ‘যা শুনছেন, তা আগ্রাসনের শব্দ। সত্যের ওপর আঘাত।’ এর কয়েক সেকেন্ড পরই ঘটে বিস্ফোরণ। এ সময় স্টুডিও ছেড়ে দৌড়ে বেরিয়ে যান উপস্থাপিকা সাহার ইমামি। তাকে দেশটির সর্বাধিক পরিচিত সংবাদমুখ হিসেবে বিবেচনা করা হয়।


সোমবার বিকালে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই হামলার দায় স্বীকার করেন। তিনি লিখেছেন, ইরানের প্রচার ও উসকানির কেন্দ্র ধ্বংসের পথে।


তেহরানের ওই এলাকাটি আগেই ফাঁকা করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করেই আঘাত হানা হয়েছে।


তবে হামলার পর কিছুক্ষণের মধ্যেই আইআরআইবি তাদের সম্প্রচার পুনরায় শুরু করে। সম্প্রচার সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা হাসান আবেদিনি বলেন, সাম্রাজ্যবাদী শত্রু জানে না ইসলামি বিপ্লব ও মহান ইরানের কণ্ঠ সামরিক হামলা করে থামানো যাবে না।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
সোমবার, ১৬ জুন ২০২৫, ১১.১৭ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৬ জুন ২০২৫, ১১.১৭ অপরাহ্ন