ঢাকা
খ্রিস্টাব্দ

৭০ বাংলাদেশিকে ইরান থেকে ফেরানোর প্রস্তুতি চলছে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 519939 জন

  • নিউজটি দেখেছেনঃ 519939 জন
৭০ বাংলাদেশিকে ইরান থেকে ফেরানোর প্রস্তুতি  চলছে

ইসরায়েলের টানা হামলার পরিপ্রেক্ষিতে ইরানে অবস্থানরত ৭০ জন বাংলাদেশিকে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের পাকিস্তান হয়ে দেশে পাঠানো হবে। ঢাকা, তেহরান ও ইসলামাবাদ থেকে কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।


কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের নাগরিকদের মধ্যে ইরান ছেড়ে যেতে ইচ্ছুক, এমন ৭০ ব্যক্তিকে পাকিস্তান হয়ে স্থলপথে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।


পাকিস্তান সরকার এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করে দেশটির সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি পাওয়া এবং তাদের পাঠাতে সপ্তাহখানেক লেগে যেতে পারে।

 

এ বিষয়ে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারি এবং বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ চলছে। তবে ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের প্রথম ব্যাচটি কবে নাগাদ পাকিস্তানে ঢুকতে পারবে, সে বিষয়ে এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।


এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল বলেন, ‘এ বিষয়ে দূতাবাস তত্পর রয়েছে। ঢাকা থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’


 এদিকে ইসরায়েলের হামলায় তেহরানের কেন্দ্রীয় অঞ্চলে কূটনীতিকরা থাকেন এমন একটি এলাকায় অনেকগুলো বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলামের বাসভবনটিও রয়েছে।


তবে হামলার সময় তিনি বাসার বাইরে ছিলেন।

বুধবার ফেসবুকে ওয়ালিদ ইসলাম জানান, নৌবাহিনীর বেজ ক্যাম্পের পাশে অবস্থিত সবগুলো বাসা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার নিজের বাসাটিও অক্ষত নেই এমনটা তিনি শুনেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন