ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ‘আইয়ুব ডাকাত’ নামে পরিচিত ইয়াবা ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১.২৮ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১.২৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 551334 জন

  • নিউজটি দেখেছেনঃ 551334 জন
চট্টগ্রামে ‘আইয়ুব ডাকাত’ নামে পরিচিত ইয়াবা ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে ১২ লাখ টাকার বেশি নগদ অর্থ ও ২২৩ পিস ইয়াবাসহ আইয়ুব আলী ওরফে আইয়ুব ডাকাত এবং তার স্ত্রী লুৎফরনেছা ওরফে গোলাপ দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব।


শুক্রবার র‌্যাব-৭ এ কর্মরত সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১২ জুন) রাতে র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।


র‌্যাব জানায়, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দায়ের হওয়া মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আইয়ুব আলী কল্পলোক আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেফতারের সময় ফ্ল্যাটটির আলমারির ড্রয়ারে রাখা একটি আইসক্রিম বক্স থেকে ইয়াবা এবং একটি শপিং ব্যাগে থাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।


র‌্যাব-৭ এ কর্মরত সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা।


আইয়ুব আলীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া ছাড়াও ঢাকার মতিঝিল, দক্ষিণখান ও ভাটারা থানায় আরও তিনটি মামলা রয়েছে। এসব মামলা মাদক, নাশকতা এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংক্রান্ত। গ্রেফতার দুজনকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১.২৮ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১.২৮ অপরাহ্ন