ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
রবিবার, ১৫ জুন ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ১৫ জুন ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 539484 জন

  • নিউজটি দেখেছেনঃ 539484 জন
মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
- ছবি সংবাদদাতা প্রেরিত।


চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চিনকিরহাট এলাকার আজমনগর স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন।


নিহতরা হলেন—সাইফুল ইসলাম শাহিন (১৭), সুমি আক্তার (২৫) ও তার তিন বছরের শিশু সন্তান মানারুল। আহতরা হলেন জিয়া উদ্দিন বাবলু (৩০) এবং তার সাত বছর বয়সী মেয়ে তানিশা। নিহত ও আহত সবাই উপজেলার কাটাছরা ইউনিয়নের মধ্যম বামনসুন্দর এলাকার বাসিন্দা।


প্রত্যক্ষদর্শী আবু সাঈদ খোকন জানান, চিনকিরহাট এলাকায় একটি বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে সড়কের পাশে উল্টে পড়ে।


নিহত শাহিনের বড় ভাই মো. রুবেল বলেন, “আমার চাচাত ভাই জিয়া উদ্দিন বাবলু তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে হাবিলদারবাসায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চিনকিরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই শাহিন মারা যায় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সুমি ও মানারুল মারা যান।”


বারইয়ারহাট বিএম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আরিফ জানান, “পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সাইফুল ইসলাম শাহিন হাসপাতালে আনার আগেই মারা যান।”


জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মোস্তাকিন হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে পিকআপচালক পালিয়ে গেছে। এখনো কেউ মামলা করেনি, মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
রবিবার, ১৫ জুন ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ১৫ জুন ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ