ঢাকা
খ্রিস্টাব্দ

বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকির আশঙ্কায় নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১.৩৩ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১.৩৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1373231 জন

  • নিউজটি দেখেছেনঃ 1373231 জন
বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকির আশঙ্কায় নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে ব্রিটেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন নিজ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণবিষয়ক পরামর্শে এই সতর্কতা জানিয়েছে। সতর্কতা জারি করে বলা হয়েছে, দেশের বিভিন্ন শহর ও নগরে নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। রাজনৈতিক সভা-সমাবেশ থেকে শুরু করে জনাকীর্ণ এলাকা ও ধর্মীয় স্থাপনায় চলতে পারে হামলা।


যুক্তরাজ্যের হাইকমিশন জানিয়েছে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের লক্ষ্য করেছে, যাঁদের তারা ইসলাম ইসলাম পরিপন্থী বলে মনে করে। হাইকমিশন আরও বলেছে, যে যে জায়গা উল্লেখ করা হয়েছে, সেগুলো ছাড়াও চারপাশ সম্পর্কে সচেতন থাকতে হবে। বাংলাদেশে রাজনৈতিক মিছিল ও সমাবেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটতে পারে।

বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, তা উদ্বেগজনক। ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাজকর্মে প্রভাব পড়েছে জানিয়ে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, কিছু থানায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বেশির ভাগ থানাই আবার চালু হয়েছে, কিন্তু সব পুলিশ সদস্য কাজে ফিরেননি।


চলতি বছরের জুলাই-আগস্ট জুড়ে যে সহিংসতা চলেছে, তা ঘিরে এখনও অস্থির রয়েছে গোটা দেশ। ফলে বড় সমাবেশ এবং পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যেখানে উপস্থিত থাকে, সেই জায়গাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হাইকমিশন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষও হতে পারে বলে মনে করছে যুক্তরাজ্যের হাইকমিশন। 


ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে বলে উল্লেখ করেছে হাইকমিশন। ডাকাতি, সহিংস অপরাধ ও ধর্ষণের ঝুঁকি নিয়েও সতর্ক করেছে তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১.৩৩ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১.৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ