ঢাকা
খ্রিস্টাব্দ

অস্বাভাবিক পরিস্থিতিতে উদ্ধার হলেন সমু চৌধুরী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১১.৪৩ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১১.৪৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 545915 জন

  • নিউজটি দেখেছেনঃ 545915 জন
অস্বাভাবিক পরিস্থিতিতে উদ্ধার হলেন সমু চৌধুরী

পরনে ছোট্ট একটি গামছা। গাছতলায় অঘোরে ঘুমাচ্ছেন মাদুর পেতে। পাশে একটি ছোট্ট পুতুল আর পানির বোতল। চারপাশে স্থানীয় মানুষের সমাগম। স্থান মুখী শাহ্ মিসকিন মাজার, গফরগাঁও, ময়মনসিংহ। সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর। এমন একটি ছবি ও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে ফেসবুকে।


মানুষটির নাম সমু চৌধুরী। দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেতা। তার এমন পরিস্থিতি দেখে স্থানীয় লোকজন বিস্মিত। আর সোশ্যাল হ্যান্ডেলের বেশিরভাগ মানুষই বলছেন, এটা কোনও নাটকের শুটিং! যদিও গফরগাঁও থেকে সাধারণ মানুষজন বারবার দাবি করছিলেন, ঘটনাটি সত্যি, শুটিং নয়। এটাও বলছেন, ওনাকে দ্রুত পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হোক, তিনি মানসিকভাবে সুস্থ নেই। কারণ, তার অবস্থা স্বাভাবিক নয়।


ভিডিওতে শোনা যাচ্ছিল, একজন স্থানীয় নারী বলছিলেন বুধবার রাতে অভিনেতা আরও কয়েকজনের সঙ্গে এখানে (মাজারে) এসেছিলেন। সবাই চলে গেলেও তিনি আর যাননি। এখানেই শুয়ে পড়েন। অনেকে বলছেন মাদকের কথাও।


তবে সমু চৌধুরীর মতো অভিনেতার এমন পরিস্থিতি দেখে বেশিরভাগ মানুষই হতবিহ্বল মত প্রকাশ করছেন। অবশেষে দ্রুত সময়ের মধ্যে অভিনয় শিল্পী সংঘ বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। দ্রুত সময়ের মধ্যে সমু চৌধুরীকে সেখান থেকে উদ্ধার করা হয়। তাকে নিরাপদে রাখা হয়েছে স্থানীয় পাগলা থানায়।


সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় পরিচিতিদের দ্রুত পাঠাই। সত্যতা জানার পর গফরগাঁও উপজেলার পাগলা থানার সাহায্যে সমু ভাইকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এর মধ্যে আমাদের সংঘ থেকে একটা টিম সেখানে রওনা হয়েছে। এরপর ওনার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে, চিকিৎসকের পরামর্শ নিয়ে যত দ্রুত সম্ভব ওনাকে আমরা ঢাকায় নিয়ে আসবো। এরপর তার সকল চিকিৎসা ব্যবস্থা আমরা সাংগঠনিকভাবে নিবো। আপাতত আমার কাছে এটুকু তথ্য আছে।’   


এর আগে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ফেসবুকে সমু চৌধুরীর ছবি ও ভিডিও প্রকাশ করে জানান, মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে শুয়ে আছেন এই অভিনেতা। তারা জানান, অভিনেতা সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১১.৪৩ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১১.৪৩ অপরাহ্ন