ঢাকা
খ্রিস্টাব্দ

ড্রোন যুগে বাংলাদেশ

“বিনিয়োগ ৫৫০ কোটি টাকা”
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ অনলাইন ডেস্ক ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1714659 জন

  • নিউজটি দেখেছেনঃ 1714659 জন
ড্রোন যুগে বাংলাদেশ
প্রতীকি ড্রোন।

বাংলাদেশে মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) বা ড্রোন উৎপাদনের লক্ষ্যে নতুন কোম্পানি 'স্কাই বিজ' প্রতিষ্ঠা হয়েছে। এই ড্রোনগুলো প্রধানত বিদেশে রপ্তানি করা হবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সাথে জমি চুক্তির পরই কোম্পানিটি শুরু করবে তাদের কর্মপরিকল্পনা। এতে করে বাংলাদেশ ড্রোন যুগে প্রবেশ করবে, খুলছে সম্ভাবনার নতুন দ্বার।


চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের বেপজা ইনডাস্ট্রিয়াল এস্টেটে নির্মিত হবে এই কারখানা। স্কাই বিজ প্রতিষ্ঠানটি এতে প্রায় ৫৫০ কোটি টাকার বিনিয়োগ করবে।


প্রতিষ্ঠানটির পরিকল্পনা, আগামী বছরের শুরুতে তারা বাণিজ্যিকভাবে ড্রোন উৎপাদন শুরু করবে। তাদের বার্ষিক রপ্তানি লক্ষ্য ১৬৯ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২,৩০০ কোটি টাকা।


ড্রোন উৎপাদনের এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন জসীম আহমেদ, যিনি ঢাকা ও ঈশ্বরদী ইপিজেডে টেক্সটাইল এবং গার্মেন্টস খাতে ব্যবসা পরিচালনা করছেন। তিনি আগে স্পেন-বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে দুটি প্রতিষ্ঠান স্থাপন করেছেন।


জসীম আহমেদ বলেন, এটি তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন এবং আত্মবিশ্বাসের প্রতীক। প্রাথমিকভাবে, কোম্পানিটি অগ্নিনির্বাপণের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন রোটারি উইং ইউএভি তৈরি করবে। পাশাপাশি, সিনেমাটোগ্রাফি, ম্যাপিং এবং সার্ভিলেন্সের জন্য ভার্টিক্যাল টেক-অফ ও ল্যান্ডিং ড্রোনও বানানো হবে।


তিনি জানান, তাদের ড্রোন কৃষিতে কীটনাশক স্প্রে, অগ্নিনির্বাপণ, ডেলিভারি সার্ভিস এবং ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমের জন্য ব্যবহার করা যাবে।


জসীম আহমেদ আরও উল্লেখ করেন যে, তাদের প্রস্তাবে বছরে ৭,৩১৪টি ড্রোন তৈরি ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ জানান, স্কাই বিজের সাথে জমি ইজারা দেওয়ার বিষয়ে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ অনলাইন ডেস্ক ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ