ঢাকা
খ্রিস্টাব্দ

বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তোফাজ্জল হোসেন তুহিন | সংবাদদাতা
নাগরপুর (টাঙ্গাইল)
বুধবার, ২৮ মে ২০২৫, ৬.৫৮ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৮ মে ২০২৫, ৬.৫৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 641282 জন

  • নিউজটি দেখেছেনঃ 641282 জন
বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন
- ছবি সংবাদদাতা প্রেরিত।


বিএনপি নেতা বাদশা মিয়ার বাড়িতে লুটপাট, ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার মামুদ নগর ইউনিয়নের সুদাম পড়া গ্রামে বাদশা মিয়ার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী বাদশার পরিবার পরিজন। সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য রাখেন, বাদশা মিয়ার পুত্রবধূ তানিয়া আক্তার।  

সংবাদ সম্মেলনে বাদশা মিয়ার পুত্রবধূ তানিয়া আক্তার ও স্বজনরা বলেন, শরিকের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের গোলাম মওলা, মাসুদ, সাইম, আলি মিয়াসহ আরো কয়েক জন আমাদের বাড়িতে ২০ মে সকালে লুটপাট, ভাংচুর ও অগ্নি সংযোগ করে। মিথ্যে খুনের অভিযোগে তারা আমাদের বাড়ি ঘর ছাড়া করে রেখেছে। বাড়িতে আসলে বিভিন্ন লোক জন দিয়ে হুমকি দেয়। আমার শশুর বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় এলাকার চিহ্নিত জামাত ও আওয়ামীলীগের লোকজন আমাদের পরিবারকে গ্রামবাসির কাছে ছোট করার উঠে পড়ে লেগেছে। আওয়ামী লীগ সরকারের সময় এসব লোক জন বিভিন্ন মামলা দিয়ে বাদশা মিয়াকে হয়রানি করেছে। এখনো তার সোচ্চার। নিরাপত্তাহীনতায় তাদের দিন কাটছে বলেও জানান বাদশা মিয়ার পরিবারের সদস্যরা। তাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তিসহ নিরাপত্তার দাবি জানান প্রশাসনের কাছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আকলিমা আক্তার, শিল্পী বেগমসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তোফাজ্জল হোসেন তুহিন | সংবাদদাতা
নাগরপুর (টাঙ্গাইল)
বুধবার, ২৮ মে ২০২৫, ৬.৫৮ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৮ মে ২০২৫, ৬.৫৮ অপরাহ্ন