ঢাকা
খ্রিস্টাব্দ

ওয়ান হেলথ বিষয়ে সিভাসু’র শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.১১ অপরাহ্ন

আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.১১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1191649 জন

  • নিউজটি দেখেছেনঃ 1191649 জন
ওয়ান হেলথ বিষয়ে সিভাসু’র শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ওয়ান হেলথ্ ইনস্টিটিউটের উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ওয়ান হেলথ্ বা এক স্বাস্থ্য বিষয়ে নবাগতদের ধারণা দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। ওয়ান হেলথ্ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


সভাপতির বক্তব্যে ড. আহসানুল হক বলেন, অভিন্ন স্বাস্থ্য ভাবনায় নতুন শিক্ষার্থীদের যাত্রা শুরু হলো। তিনি বলেন, বিশ্বজুড়ে স্বাস্থ্য-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মানুষের জীবন, প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের সাথে গভীরভাবে জড়িত। উদাহরণস্বরূপ, জ়ুনোটিক রোগের প্রকোপ, পরিবেশ দূষণজনিত স্বাস্থ্য সমস্যা, এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মতো বিষয়গুলো সমাধানে প্রয়োজন সমন্বিত দৃষ্টিভঙ্গি। এই সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয় ওয়ান হেলথ ধারণায়, যা মানুষ, প্রাণী, পরিবেশ ও উদ্ভিদের মধ্যকার সম্পর্ক বোঝার মাধ্যমে কার্যকর সমাধানের পথ দেখায়।এ আয়োজনে সহযোগিতায় ছিল আন্তর্জাতিক ভেটেরিনারি ছাত্র সমিতি, ওয়ান হেলথ্ ইয়ং ভয়েস, আন্তর্জাতিক  কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ছাত্র সমিতি বাংলাদেশ, ওয়ান হেলথ্ কমিউনিকেশন সেল, সিভাসু ডিবেটিং সোসাইটি।


সূচনা বক্তব্যের পরপরই শিক্ষার্থীদের পরিবেশনায় "ওয়ান হেলথ" ধারণার উপর একটি বিশেষ ডকু-ড্রামা প্রদর্শিত হয়। এছাড়াও প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা তাদের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আকর্ষণীয় পর্বে ছিল কুইজ প্রতিযোগিতা, ওয়ান হেলথ্ ডে উপলক্ষে ভিডিও প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ। নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশ্নোত্তর পর্ব এবং ডিজিটাল পোস্টারের মাধ্যমে সংগঠনগুলোর কার্যক্রম উপস্থাপন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.১১ অপরাহ্ন
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.১১ অপরাহ্ন