মাদারীপুর জেলার শিবচর পৌরসভার যাদুয়ারচর আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যান এবং প্রাইভেটকারের সংঘর্ষে ৫জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯মে-২০২৫) সকাল সাড়ে নয়টার দিকে মাদারীপুর থেকে শিবচরগামী কলাভর্তি একটি পিকআপের চাপায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার পাশের খাদে পড়ে যায়। প্রাইভেটকারটিতে মোট পাঁচজন যাত্রী ছিল। দুর্ঘটনার ফলে ৪ জন গুরুতর আহত এবং ১জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনার খবর পেয়ে শিবচর থানার নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে গিয়ে গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে রাখেন।