হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন কর্তৃক আসন্ন ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত রংপুর বিভাগের মহাসড়কের নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা আজ ২৬ মে অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ ডিআইজি (অপারেশনস্-পশ্চিম ) জনাব আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিতিত ছিলেন ।
সভার শুরুতেই পুলিশ সুপার রংপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ- রংপুর -সৈয়দপুর- নীলফামারী -বাংলাবান্দা মহাসড়কে যানজট প্রবণ স্পট নির্ধারণ, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা, সড়ক দুর্ঘটনার কারণ সংক্রান্ত আলোচনা, সড়ক দুর্ঘটনারোধ/হ্রাসকল্পে করণীয় সংক্রান্ত বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সমন্বয়ে সভায়, রংপুর বিভাগের আটটি জেলার ট্রাফিক ইন্সপেক্টর এবং হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর পুলিশ সুপার মহোদয়সহ সকল অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন জেলা থেকে আগত ট্রাফিক ইন্সপেক্টর গন এবং রংপুর রিজিয়নের অফিসার ইনচার্জগণ তাদের এলাকার যানজট, কোরবানির পশু পরিবহন, জেলার পুলিশের সাথে হাইওয়ে পুলিশের সমন্বয় এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করেন।
সভায় ডিআইজি অপারেশন পশ্চিম জনাব আবুল কালাম আজাদ মহোদয় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পশুবাহী যানবাহন যাতে নিরাপদ ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সেদিকে লক্ষ্য রেখে নিরাপত্তামূলক জোরদার করা হবে বলে ব্যক্ত করেন । তিনি বলেন, এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক। মহাসড়ক নিরাপদ ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। ইতিমধ্যেই বগুড়া রংপুর হয়ে বাংলাবান্ধা মহাসড়কে পশু পরিবহন এবং যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য তিনি পুলিশ সুপার সহ সকল অফিসার ইনচার্জ কে নির্দেশনা প্রদান করেন।
সভায় ডিআইজি মহোদয় বলেন, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সমন্বয় পূর্বক কাজ করে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। পুলিশের এবং জনগণের সচেতনতাই মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসতে পারে বলে তিনি মনে করেন। এছাড়াও মহাসড়কে সকল প্রকার চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশ প্রদান করেন।
পরিশেষে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি করেন।