ঢাকা
খ্রিস্টাব্দ

সেনানিবাসে 'অফিসার্স অ্যাড্রেস' অনুষ্ঠান

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত: সেনাবাহিনী প্রধান

রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের মাধ্যমেই আসতে হবে-জাতীয় স্বার্থে নিরপেক্ষ থাকতে হবে সেনাবাহিনীকে
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২.৫৬ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 650916 জন

  • নিউজটি দেখেছেনঃ 650916 জন
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত: সেনাবাহিনী প্রধান
- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


দেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এবং এই বিষয়ে তার অবস্থান আগের মতোই পরিষ্কার।

বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত 'অফিসার্স অ্যাড্রেস' অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। সভায় ঢাকার বাইরের ইউনিটগুলোর কর্মকর্তারাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

জেনারেল ওয়াকার বলেন, “ভবিষ্যতের পথনির্দেশ রাজনৈতিক নেতৃত্ব থেকেই আসতে হবে। একটি বৈধ নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত। সেনাবাহিনী এই প্রক্রিয়ায় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে।”


🔹 মানবিক করিডোর ও রোহিঙ্গা ইস্যুঃ

মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, “এ ধরনের সিদ্ধান্ত অবশ্যই নির্বাচিত সরকারের মাধ্যমেই নেওয়া উচিত। জাতীয় স্বার্থ যেন অক্ষুণ্ন থাকে, সেটাই মূল বিষয়। রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় সিদ্ধান্ত গ্রহণ উচিত নয়।”

🔹 'মব ভায়োলেন্স' নিয়ে হুঁশিয়ারিঃ

দেশে ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতার প্রসঙ্গে সেনাপ্রধান কঠোর বার্তা দেন। তিনি বলেন, “আইনশৃঙ্খলার অবনতি মেনে নেওয়া হবে না। তিনি বলেন, মব ভায়োলেন্স এবং যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

🔹 বন্দর ইস্যুতে স্থানীয় মতামতের প্রয়োজনঃ

চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনালের পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার বিতর্ক প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন, “এ ধরনের সিদ্ধান্তের আগে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাদের মতামত নেওয়া জরুরি। এটা রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত হওয়া উচিত।”

🔹 সংস্কার সম্পর্কে অনবগতির কথাঃ

চলমান প্রশাসনিক বা রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, “সংস্কার কী হচ্ছে, কিভাবে হচ্ছে—এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।”

🔹 নির্বাচনী দায়িত্বে সততা ও নিরপেক্ষতার নির্দেশঃ

সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকার বলেন, “সামনের জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকায় নিরপেক্ষতা ও নিষ্ঠা বজায় রাখতে হবে। সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কাজ করা হবে না এবং কাউকে তা করতে দেওয়াও হবে না।”




🔹 ঈদে নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার আহ্বানঃ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনি বলেন, “মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে দায়িত্বশীলভাবে সহযোগিতা করতে হবে।”

📝 জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে বলেন, “সেনাবাহিনীর বিরুদ্ধে যেসব ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে, তা বিভ্রান্তিকর। আমরা দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা রেখে চলেছি এবং আগামীতেও রাখবো।”

অফিসার্স অ্যাড্রেসের পর প্রায় এক ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সেনা কর্মকর্তারা বিভিন্ন সমসাময়িক ইস্যুতে প্রশ্ন করেন এবং সেনাপ্রধান তাদের উত্তর দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২.৫৬ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন