ঢাকা
খ্রিস্টাব্দ

শাহবাগ অবরোধ করল নার্সিং শিক্ষার্থীরা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১.২৭ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১.২৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 679108 জন

  • নিউজটি দেখেছেনঃ 679108 জন
শাহবাগ অবরোধ করল নার্সিং শিক্ষার্থীরা

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন কয়েকশ নার্সিং শিক্ষার্থী। এতে ব্যস্ততম মোড়টিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে বুধবার (১৪ মে) দুপুর ২টা ১০ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করে তারা।


প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। দুপুর দেড়টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন। শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে যায়।


আন্দোলনকারীদের অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। পুলিশ শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১.২৭ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১.২৮ পূর্বাহ্ন