ঢাকা
খ্রিস্টাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৪ মে ২০২৫, ২.২৩ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ১৪ মে ২০২৫, ২.২৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 696866 জন

  • নিউজটি দেখেছেনঃ 696866 জন
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন
-নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য, কোলাজ ছবি।।


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।


নিহত শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্স শ্রেণির (১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের আবাসিক ছাত্র এবং তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়।


ঘটনার প্রত্যক্ষদর্শী ও শাহরিয়ারের বন্ধু রাফি জানান, রাত আনুমানিক ১২টার দিকে শাহরিয়ার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে অজ্ঞাত সাত-আটজন ব্যক্তি ঘটনাস্থলে এসে শাহরিয়ারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।


পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাতের পর রাত ১২টা ৩০ মিনিটে জরুরি বিভাগে আনা হয়। আমরা শাহবাগ থানাকে জানানো হয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে।”


এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”


শাহরিয়ারের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও হলের বন্ধুদের মাঝে চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৪ মে ২০২৫, ২.২৩ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ১৪ মে ২০২৫, ২.২৪ পূর্বাহ্ন