মাদারীপুরের শিবচর উপজেলায় কাঁঠালবাড়ি ও চরজানাজাত ইউনিয়নের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ মে) বিকাল ৫ ঘটিকায় দিকে উপজেলার ৭১ চত্বরে শিবচর উপজেলা সর্বস্তরের জনগণের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ শতাধিক নদীতীরবর্তী স্থানীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে স্থানীয় কুটি মিয়া সরকারসহ কয়েকজন প্রভাবশালী বালু ব্যবসায়ীরা গত কয়েক বছর ধরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু তুলছেন। এতে ক্ষতির মুখে পড়ছেন এই এলাকার নদী পাড়ের মানুষ। বালু উত্তোলনের কারণে নদী পাড়ের বিভিন্ন এলাকায় দিনের পর দিন নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, বসত ঘর। পদ্মা তীরে ভয়াবহ ভাঙনের আশঙ্কা। নদী পাড়ের এসব গ্রামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, পদ্মা নদীর তীরবর্তী চরজানাজাত, কাঠালবাড়ি ইউনিয়নের বাসিন্দাদের বাধা উপেক্ষা করে রাতের বেলা অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন হলেও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু বলছেন না।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম বলেন, পদ্মা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কোনো অনুমোদন নেই। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেলেই প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয় বলে জানান ইউএনও।
দ্রুত বালু তোলা বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ২৪ মার্চ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়টি ড্রেজার মেশিন জব্দ করেন উপজেলা প্রশাসন।