ঢাকা
খ্রিস্টাব্দ

পুতিন-শি নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১.৪৪ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ১.৪৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 710520 জন

  • নিউজটি দেখেছেনঃ 710520 জন
পুতিন-শি নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন
ক্রেমলিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলারের বিরুদ্ধে ‘পবিত্র’ বিজয়ের ৮০ বছর পূর্তি উদযাপনে যোগদানের জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, দুটি দেশ এখন ‘নব্য-নাৎসিবাদের’ বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছে।


চলতি সপ্তাহে বিজয়ের বার্ষিকী উদযাপনে শি’র উপস্থিতি মস্কোর নেতার জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসাহ যোগাবে। পুতিন শুরু থেকেই ইউক্রেনে তার যুদ্ধকে আধুনিক কালের নাৎসিদের বিরুদ্ধে সংগ্রাম হিসেবে চিত্রিত করেছেন। ইউক্রেন এবং তার মিত্ররা এই বৈশিষ্ট্যটিকে একটি ‘ভৌতিক মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করে, মস্কোর বিরুদ্ধে সাম্রাজ্যবাদী ধাঁচের আক্রমণ পরিচালনার অভিযোগ আনে।


পুতিন বৃহস্পতিবারের আলোচনায় শি’কে বলেন, বিপুল ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত বিজয় স্থায়ী তাৎপর্যপূর্ণ। আমাদের চীনা বন্ধুদের সাথে একসঙ্গে আমরা ঐতিহাসিক সত্যের ওপর দৃঢ?ভাবে পাহারা দিচ্ছি, যুদ্ধের বছরগুলোর ঘটনাগুলোর স্মৃতি রক্ষা করছি এবং নব্য-নাৎসিবাদ ও সামরিকবাদের আধুনিক প্রকাশগুলোকে প্রতিহত করছি।


শি বলেন, বিশ্বশক্তি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে দুটি দেশ ‘একতরফাবাদ এবং গুন্ডামি’ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে। তার এই কথা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে।


চীনা নেতা বলেন, দুই দেশ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সঠিক দৃষ্টিভঙ্গি সম্মিলিতভাবে প্রচার করবে, জাতিসংঘের কর্তৃত্ব ও মর্যাদা রক্ষা করবে, চীন, রাশিয়া এবং উন্নয়নশীল দেশের বিশাল সংখ্যাগরিষ্ঠের অধিকার ও স্বার্থ দৃঢ?ভাবে রক্ষা করবে। সেই সঙ্গে একটি সমান, সুশৃঙ্খল, বহুমেরু এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের প্রচারে একসাথে কাজ করবে’।


ক্রেমলিনের সবচেয়ে বিলাসবহুল হলগুলোর একটির বিপরীত প্রান্ত থেকে লাল গালিচা ধরে একে অপরের কাছে এসে ক্যামেরার সামনে করমর্দনের পর দুই নেতা কথা বলেন। একে অপরকে ‘প্রিয় বন্ধু’ বলে অভিবাদন জানান।


শক্তিশালী অতিথি:


বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উদযাপনের জন্য এই সপ্তাহে মস্কো সফরকারী দুই ডজনেরও বেশি বিদেশি নেতার মধ্যে শি সবচেয়ে শক্তিশালী - পুতিনের জন্য এটি একটি বিশাল তাৎপর্যপূর্ণ উদযাপন।


অভ্যন্তরীণভাবে, এটি তাকে রাশিয়ানদের একটি ঐতিহাসিক কৃতিত্বের স্মরণে একত্রিত করার সুযোগ দেয়, যা দেশের জাতীয় পরিচয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ২৭ মিলিয়ন মানুষ হারিয়েছিল, যার মধ্যে ইউক্রেনেরও লক্ষ লক্ষ মানুষ ছিল।


বিশ্ব মঞ্চে পুতিন আন্তর্জাতিক ব্যবস্থার একজন রক্ষক হিসেবে নিজেকে শি’র পাশে উপস্থাপন করার লক্ষ্য রাখেন এবং দেখাতে চান যে, বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে।


পুতিন গত সপ্তাহে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে একতরফা তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ইউক্রেন এটি মেনে চলার প্রতিশ্রুতি দেয়নি, এটিকে পুতিনের একটি কৌশল বলে অভিহিত করেছে। পরিবর্তে কিয়েভ কমপক্ষে ৩০ দিন স্থায়ী যুদ্ধবিরতিতে যোগদানের জন্য তাদের ইচ্ছা প্রকাশ করেছে।


উভয় দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে রয়েছে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য এবং ওয়াশিংটন বারবার হুমকি দিয়েছে যে, স্পষ্ট অগ্রগতি না হলে আলোচনা থেকে সরে যাবে।


এই সপ্তাহের শুরুতে তিন দিন ধরে ইউক্রেন ড্রোন দিয়ে মস্কোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, কিন্তু বৃহস্পতিবার রাজধানীর আকাশ শান্ত ছিল। এত বিদেশি নেতার উপস্থিতিতে ৯ মে-এর অনুষ্ঠান চলাকালীন যে কোনো আক্রমণ পুতিনকে বিব্রত করতে পারে এবং সম্ভবত মস্কো কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১.৪৪ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ১.৪৪ পূর্বাহ্ন