ঢাকা
খ্রিস্টাব্দ

র‍্যাবের সিনিয়র এএসপি পলাশের মরদেহ চট্টগ্রাম র‌্যাব অফিস থেকে উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ০৭ মে ২০২৫, ১০.২৯ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০৭ মে ২০২৫, ১০.২৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 746036 জন

  • নিউজটি দেখেছেনঃ 746036 জন
র‍্যাবের সিনিয়র এএসপি পলাশের মরদেহ চট্টগ্রাম র‌্যাব অফিস থেকে উদ্ধার
পলাশ সাহা

চট্টগ্রাম র‌্যাব-৭ এর ব্যাটালিয়ন সদর থেকে গুলিবিদ্ধ অবস্থায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। নিহত পলাশ বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জ।


নিহতের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’


জানা গেছে, পলাশ সাহা একসময় পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ বদলি হয়ে তাকে র‌্যাবে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, র‌্যাব-৭ এ কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহ থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ০৭ মে ২০২৫, ১০.২৯ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০৭ মে ২০২৫, ১০.২৯ অপরাহ্ন