নরসিংদীর রায়পুরা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB)-এর ব্যবস্থাপনা কমিটির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্থানীয় রাজনীতির পরিচিত মুখ হানিফ উদ্দিন মোল্লা সবুজ। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মইনুল ইসলাম, রাজিব মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মুছা, ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুব, কৃষক দলের নেতা টিপু মোল্লা এবং ছাত্রদল নেতা সামছুর রহমান জয়। এছাড়াও উপস্থিত ছিলেন BRDB-র সাবেক পরিচালক বায়জিদ মেম্বার এবং কলেজ ছাত্রনেতা জোনাক আহম্মেদসহ আরও অনেকে।
স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত সবুজের দায়িত্ব গ্রহণে রায়পুরায় উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করেন এলাকাবাসী।
উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন এই সময়ে সংগঠনের কার্যক্রমকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনগণের অংশগ্রহণমুখী করতে নতুন সভাপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
নবনিযুক্ত সভাপতি হানিফ উদ্দিন মোল্লা সবুজ এক প্রতিক্রিয়ায় বলেন, “জনগণের উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সহযোগিতা নিয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।”
উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) দীর্ঘদিন ধরে গ্রামীণ উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছে।