ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আ.লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 999687 জন

  • নিউজটি দেখেছেনঃ 999687 জন
চট্টগ্রামে আ.লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত টানা ২৪ ঘণ্টা অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।


নগর পুলিশের সংবাদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদের বিরুদ্ধে নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগ আছে। কয়েকজন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা বিভিন্ন মামলার আসামি।


গ্রেফতার ২৫ জনের মধ্যে কোতোয়ালী, সদরঘাট, চান্দগাঁও, বন্দর, হালিশহর, পাহাড়তলী, ইপিজেড, কর্ণফুলী, পতেঙ্গা ও চকবাজার থানায় এক জন করে, বাকলিয়া, খুলশী, পাঁচলাইশ, আকবর শাহ থানায় দুই জন করে, বায়েজিদ বোস্তামি থানায় তিন জন এবং ডবলমুরিং থানায় চার জন আছেন।


গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, কোতোয়ালী থানার মো. মোক্তার আলম (৩৬), বাকলিয়া থানার মো. কামাল হোসেন (৪৪) ও মো. কোরবান ওরফে কোরবান আলী (২৪), সদরঘাট থানার চন্ডীপুর ইউপি যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির (৫৭), চকবাজার থানার মো. সাজন মিয়া (৩৭), খুলশী থানার ইফরান উদ্দিন চৌধুরী (৩১) ও মো. আরকান উদ্দিন (২০)।


এছাড়া বায়েজিদ বোস্তামী থানার এস এম আলমগীর রানা (৫২), মো. রাসেল (২৫), মো. ইসতিয়াক হাসান ইমন (২৭), চান্দগাঁও থানার নাজের উদ্দিন ওরফে নুরু (৫৬), ডবলমুরিং থানার মো. শাহাব উদ্দিন (২৬), মো. হাসান (২৪), মো. তানভীর (২০), মো. আলামিন (২১), বন্দর থানার মো. শফি আলম ওরফে বাদশা (৪৭), হালিশহর থানার মোহাম্মদ আলী (৪০), পাঁচলাইশ থানার মো. জুলহাস (১৯) ও মো. শাহীন আলম (১৯), পাহাড়তলী থানার মো. সোহেল (৩৫), আকবরশাহ থানার মো. হাসান (২৫) ও মো. সুমন (২৪), ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সংগঠক নিজামুল হক নিজাম (৩৫), পতেঙ্গা থানার সাজ্জাদ আলম বাপ্পি (৩৩) এবং কর্ণফুলী থানার কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক (৪০)।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ