ঢাকা
খ্রিস্টাব্দ

বায়ান্ন'র ভাষা শহীদদের স্মরণে 'মিরসরাই উপজেলা প্রেস ক্লাব'র আলোচনা সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১৪ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 998658 জন

  • নিউজটি দেখেছেনঃ 998658 জন
বায়ান্ন'র ভাষা শহীদদের স্মরণে 'মিরসরাই উপজেলা প্রেস ক্লাব'র আলোচনা সভা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্বরণে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


 শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯টায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে প্রেসক্লাব কার্যালয়ে ভাষা শহীদদের স্মরণে 'একুশের চেতনায় আজকের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রাজিব মজুমদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেজর মোস্তাফা কলেজের প্রতিষ্ঠাতা অবসর প্রাপ্ত মেজর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মিরসরাই ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি আতিকুল ইসলাম লতিফী, মিরসরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটন, সিনিয়র সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, বিজয় টিভির প্রতিনিধি রাজু কুমার দে, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেনসহ উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সদস্য বৃন্দ প্রমুখ।


সভায় বক্তরা বলেন, পাকিস্তানী শাসকদের শোষণ বঞ্চনা ও বৈষম্যের শিকার পূর্ব পাকিস্তানের জনগন। ফলে ভাষা আন্দোলনের হাত ধরে একাত্তরের  মুক্তিযুদ্ধ ও বিজয়। তবে একুশের চেতনা আজো পরিপূর্ণ  বাস্তবায়িত হয়নি। শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১৪ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১৪ পূর্বাহ্ন