ঢাকা
খ্রিস্টাব্দ

লংগদুতে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | লংগদু , দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রাঙ্গামাটি পার্বত্য জেলা
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৭.১৭ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৭.১৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1025543 জন

  • নিউজটি দেখেছেনঃ 1025543 জন
লংগদুতে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

আজ  বিকাল ৫ঃ০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার আয়োজনে মহান ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা বায়তুলমাল সম্পাদক মোঃ ওছমান গণির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদ, লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ মঞ্জুরুল হক, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, লংগদু সদর ইউনিয়ন নায়েবে আমীর মোঃ আবুবকর।


এছাড়াও উপস্থিত ছিলেন লংগদু ইউনিয়ন সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, মাওলানা আবরারুল ইসলাম, মাওলানা আমানুল হক, মাওলানা আবুবকর ছিদ্দিক, মোঃ জাকির হোসেন, মাস্টার নুরুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।


জামায়াত উপজেলা আমির বলেন, ‘৫২-এর ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। এসব শহীদদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল এ দায় তাদের। একাত্তরে যারা শহীদ হয়েছে ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ এই জাতি মোটামুটি তাদের স্মরণ করে। কতটা মর্যাদা দিতে পারে, তা আলোচনার বিষয়। অনুরূপভাবে যারা ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছেন অন্তত একুশে ফেব্রুয়ারি সেই দিনটির কথা স্মরণ করে তাদের পরিবারকে যথাযথ সম্মান আর মর্যাদা দেয়ার আহবান জানান। তাহলে তারা কিছুটা হলেও প্রশান্তি পাবেন। আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে"। 


আলোচনা সভা শেষে ভাষা শহীদদের জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৈস আলম।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | লংগদু , দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রাঙ্গামাটি পার্বত্য জেলা
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৭.১৭ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৭.১৭ অপরাহ্ন