ঢাকা
খ্রিস্টাব্দ

ধৈর্য্যের পরীক্ষা দিচ্ছি কিন্তু আমাদের ধৈর্য্য চ্যুতি ঘটাবেন না

-- মাসুদ সাইদী
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৩২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1028371 জন

  • নিউজটি দেখেছেনঃ 1028371 জন
ধৈর্য্যের পরীক্ষা দিচ্ছি কিন্তু আমাদের ধৈর্য্য চ্যুতি ঘটাবেন না
ছবি : সংবাদদাতা প্রেরিত।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদীর ছেলে ও পিরোজপুর ০১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাইদী বলেছেন, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে ৫ আগস্ট জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। কিন্তু যে প্রত্যয় নিয়ে বাংলাদেশ স্বাধীনতা এসেছিল, সেই প্রত্যয়ের ব্যত্যয় ঘটছে। এখনও  এটিএম আজহারকে  মুক্তি দেওয়া হলো না। তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে একটি প্রহসনমূলক কমিশন গঠন করে জামায়াতের নেতাকর্মীদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং আজহারুল ইসলামকে জেলে বন্দি করে রাখা হয়েছে। মাসুদ সাঈদী অভিযোগ করেন, ভূয়া সাক্ষীর মাধ্যমে আজহারকে বিচারের রায় দেওয়া হয়েছিল। তাই এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি কিন্তু আমাদের ধৈয্যচ্যুতি ঘটাবেন না।” 


কারাগারে থাকা জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের দ্রুত মুক্তির দাবিতে পিরোজপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পিরোজপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সাঈদী ফাউন্ডেশনের সামনে গিয়ে শেষ হয়।


শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে মাসুদ সাঈদীসহ আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা জামায়াতের অন্যতম নেতা ড. আব্দুল্লাহ হিল মাহমুদ, জামায়াত মনোনীত পিরোজপুর ০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শরীফ আব্দুল জলীল, মাওলানা আব্দুল হালিম, মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, ইসাহাক আলী প্রমুখ। বিক্ষোভ পূর্ব সমাবেশের সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মুহা. জহিরুল হক। 


এসময় বর্তমান সরকারের প্রতি হুশিয়ারি দিয়ে মাসুদ সাঈদী বলেন, যতক্ষণ আজহারুল ইসলামের মুক্তি না হবে, ততক্ষণ জামায়াতের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। আজহারুল ইসলামের মুক্তির পাশাপাশি মাসুদ সাঈদী জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি জানান।


সমাবেশে অন্য বক্তারা দলটির কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৩২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০.৩২ অপরাহ্ন