ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে শয়তানের নিঃশ্বাস দিয়ে তিন লক্ষ টাকা ছিনতাই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৪ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1030789 জন

  • নিউজটি দেখেছেনঃ 1030789 জন
শিবচরে শয়তানের নিঃশ্বাস  দিয়ে তিন লক্ষ টাকা ছিনতাই
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচর পৌর শহরে লাকি আক্তার (২৫)নামের এক নারীর নাকে শয়তানে নিঃশ্বাস ( স্কোপোলামিন)  দিয়ে কৌশলে  নগদ তিন লক্ষ টাকা ও একটি বাটন মোবাইল ফোন এবং ব্যাংকের চেক বই  ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ( ১৮ই ফেব্রুয়ারি)  দুপুর সাড়ে বারোটার দিকে


শিবচর পৌর শহরের ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়ির উপরে ঘটনা ঘটে।  ভুক্তভোগী লাখি আক্তার উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্না তলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।


ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে লাকি আক্তার নিজবাড়ী হইতে তিন লক্ষ টাকা নিয়ে তার ভাসুর কামাল এর অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আসে। এবং ডিআইজি মার্কেটে অবস্থিত  ইসলামী ব্যাংক শিবচর শাখায় মোবাইলে কথা বলতে বলতে উড়তে থাকে কিন্তু ব্যাংকের  সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক মহিলা একটি কাগজ বের করে দিয়ে একটি ব্যাংকের ঠিকানা জানতে চায়। যখনই লাকি আক্তার কাগজটি পড়তে থাকে কাগজটির অপর পিট থেকে টোকা দিয়ে কাগজের সাথে লাগানো শয়তানি নিঃশ্বাস ( স্কোপোলামিন)


লাখি আক্তারের নাকে ছিটিয়ে দেয়। আর এরপর থেকেই লাকি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যায়। এবং প্রতারকের কথা মত তার সাথে থাকা তিন লক্ষ টাকা বাটন মোবাইল ইসলামী ব্যাংকের চেক বই দিয়ে দেয়। 


এ বিষয়ে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি।  মার্কেটে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের সনাক্ত করতে কষ্ট হচ্ছে। তবে আমরা এ বিষয়ে কাজ করছি। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৪ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৪ অপরাহ্ন