প্রায় ৪মাস আগে ফরিদপুর সদর থানা এলাকা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় চোরাই অটো মজুদ রাখার অপরাধে ২ জনকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, প্রায় ৪ মাস আগে ফরিদপুর সদর থানা এলাকা থেকে একটি ইজিবাইক চুরি হয়। ফরিদপুর থানায় ইজিবাইক চুরি সংক্রান্ত একটি মামলাও হয়। ইজিবাইক চুরির বিষয়টি শিবচর থানা পুলিশকে অবহিত করে ফরিদপুর থানা পুলিশ। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শিবচর থানার ওসি মোঃ রতন শেখের নেতৃত্বে পুলিশের একটি দল পাঁচ্চর এলাকায় ছদ্দবেশে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে লতিফ তালুকদারের গ্যারেজ থেকে ফরিদপুর থেকে চুরি যাওয়া ইজিবাইকটি পুলিশ উদ্ধার করে। এসময় পুলিশ চুরির সাথে জড়িত গ্যারেজ মালিক পাঁচ্চর গোয়ালকান্দা গ্রামের করিমুদ্দিনের ছেলে লতিফ তালুকদার ও অটো চালক শিবচর পৌরসভার শিবরায়েরকান্দি গ্রামের করিম খানের ছেলে লিটন খানকে আটক করে।