ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | ফেনী, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০৩ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1043851 জন

  • নিউজটি দেখেছেনঃ 1043851 জন
ফেনীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

ফেনীতে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন—ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ফাহিম (২৯), ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের ছাত্রলীগ কর্মী মো. ইসমাঈল (৩০), দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন ছাত্র লীগের প্রচার সম্পাদক মাহফুজুর রহমান (২৪), ফেনী সদর উপজেলা মোটবী ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর গ্রামের ছাত্রলীগ কর্মী সাজ্জাদ আহাম্মদ সায়েম (২৩), সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের ছাত্রলীগ কর্মী আজিজুর রহমান তসলিম (২৮), সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. মাইন উদ্দিন (২১), দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. খাজা মাইন উদ্দিন চিশতী (৫৫), জায়লস্কর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (৬০) ও দাগনভূঞা পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু নাসের ভেন্ডার সহ ১২ জন কে আটক করে।


ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, তিনজনকে ফেনী মডেল থানায় করা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


অন্যদের ৯ জন কে জেলার দাগনভূঞা, সোনাগাজী ও ছাগলনাইয়া থানায় করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | ফেনী, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০৩ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০৩ অপরাহ্ন