ঢাকা
খ্রিস্টাব্দ

পরীকেই চান শেখ সাদী!

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২.০৪ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২.০৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1060610 জন

  • নিউজটি দেখেছেনঃ 1060610 জন
পরীকেই চান শেখ সাদী!

অল্প দিনেই তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন গায়ক শেখ সাদী। সম্প্রতি সামাজিকমাধ্যমে খবর ছড়িয়েছে নায়িকা পরীমণির সঙ্গে প্রেম করছেন এই তরুণ গায়ক।


এবার সাদী সামাজিক মাধ্যমে ‘পরী’ সম্পর্কিত এক পোস্ট দিয়ে ফের আলোচনায় এসেছেন।  


গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে সাদা পোশাকে নিজের তিনটি ছবি ফেসবুকে আপলোড করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যা বাংলা করলে অর্থ হয়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।


সাদীর ওই পোস্টে নায়িকা পরীমণি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ‘ওহ!’


এদিকে সাদীর এমন পোস্টে ভক্তরাও মন্তব্যের ঘরে লিখেছেন নানা মন্তব্য। একজন লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা রইল। ’ আরেকজন লেখেন, ‘বাঙালির সন্দেহ আজ অবধি কোনোটা ভুল হয়নি এটাও হবে না’।


অন্যদিকে, দুদিন আগে পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন, ‘মোগো বাড়ি বরিশাল! বোজ্জো মনু। ’ গতকাল রোববারও কয়েকটি পোস্ট দেন তিনি। এর মধ্যে সর্বশেষ পোস্টে চাঁদের সঙ্গে তোলা একটি ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে লেখেন- ‘আমার চাঁদ। ’


এর আগে ২৭ জানুয়ারি মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পান পরী। সেই জামিননামায় স্বাক্ষর করা দু’জন জামিনদার হলেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদী।


পরীর সন্তানদের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় শেখ সাদীকে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২.০৪ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২.০৪ পূর্বাহ্ন