ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে এক ভ্যানচালকের গলা কাটা লাশ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪.৪৬ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1065028 জন

  • নিউজটি দেখেছেনঃ 1065028 জন
শিবচরে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে এক ভ্যানচালকের গলা কাটা লাশ উদ্ধার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে মিজান কাজী ( ২০) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে  উপজেলার কাদিরপুর ইউনিয়নের পবন মোড়লের চর কান্দি গ্রামে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের ভিতর থেকে গলা কাটা অবস্থায় রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত মিজান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু কাজির ছেলে। তিনি শিবচর পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্নে ভাড়া বাসায় বসবাস করতেন। মাত্র দুই সপ্তাহ আগে মিজান দাম্পত্য জীবন শুরু করেছিলেন, এখনো তার হাতের মেহেদি শুকায়নি।


এর আগে বৃহস্পতিবার প্রতিদিনের মতো গ্যারেজ থেকে ভাড়ায় চালিত অটো ভ্যান নিয়ে মিজান জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। এর পরে আর ঘরে ফিরেনি । 


নিহতের পরিবারের ধারণা, ব্যাটারি চালিত অটো ভ্যানটি ছিনতাই করার জন্যই তাকে গলা কেটে জবাই করে ফেলে গেছে ছিনতাইকারীরা। এর আগেও শিবচরে একইভাবে আরেকটি ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছিল। তাই এই চক্রকে ধরে দ্রুত আইনের আওতায় আনার দাবিও করেছেন এলাকাবাসী।


এ বিষয়ে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম)  বলেন, ভুট্টা ক্ষেতের  ভিতরে  একটি লাশ পড়ে থাকার খবর পেয়েছি ।সেখানে আমরা যাচ্ছি। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪.৪৬ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪.৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ