ঢাকা
খ্রিস্টাব্দ

জোরারগঞ্জে চোলাইমদ ও পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান-
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ৪.০৮ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ৪.০৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1333084 জন

  • নিউজটি দেখেছেনঃ 1333084 জন
জোরারগঞ্জে চোলাইমদ ও পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি- গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ী ও আটককৃত সিএনজি।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাইমদ ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এই সংক্রান্তে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন আইনে মামলা নং ০৭(১২)২৪ রুজু করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বরত সেকেন্ড অফিসার এবং এই মামলার বাদি এসআই আরিফ হোসেন।


এসআই আরিফ হোসেন জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর, ২০২৪) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সুপার (এ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) রায়হান উদ্দিন খানের নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল হোসেন (২৭) ও শাহাদাত হোসেন (২০) গ্রেফতার হন।


মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল হোসেন- ভূজপুর থানার ১নং বাগানবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড হলুদিয়া সৈনিক পাড়া (আলী আহাম্মদ ডাক্তার বাড়ি) এলাকার জোহর আলী ও ছাপেরা খাতুন দম্পতির ছেলে।

অপর ধৃত, শাহাদাত হোসেন- জোরারগঞ্জ থানা এলকার ১নং করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গেড়ামারা ফরেস্ট অফিস, শাল বাগান,  বড়ইতলী (শনু মিয়ার বাড়ি) এলাকার দুলাল মিয়া ও নাসিমা বেগম দম্পতির ছেলে।


গ্রেফতারকৃতদের কাছে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, যার বাজার মূল্য প্রায় ২০,০০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। যার রং সবুজ এবং এটি পুরাতন অনটেস্ট সিএনজি অটোরিক্সা (পিছনে মায়ের দোয়া, জোহর আলী এক্সপ্রেস লিখা আছে), সিএনজিটি’র ইঞ্জিন নং- R21APD00336, চেসিস নং- PS32A2BAOPD400336- জানায় পুলিশ। এই সিএনজির আনুমানিক মূল্য তিন লক্ষ বিশ হাজার (৩,২০,০০০) টাকা হতে পারে বলেও পুলিশ এক তথ্যে নিশ্চিত করে।


জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে এবং পুলিশ অপরাধ দমনে বদ্ধপরিকর। মাদক নির্মূলে জোরারগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের অব্যাহত অভিযান চলবে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ৪.০৮ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ৪.০৮ অপরাহ্ন