ঢাকা
খ্রিস্টাব্দ

ক্যাটরিনার নতুন সিদ্ধান্ত, ভিডিও ভাইরাল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| বিনোদন ডেস্ক
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ৯.২৫ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ৯.২৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1384763 জন

  • নিউজটি দেখেছেনঃ 1384763 জন
ক্যাটরিনার নতুন সিদ্ধান্ত,  ভিডিও ভাইরাল
ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বেশ অনেক দিন হলো বহুদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন। ব্যস্ত সময় পার করছেন পারিবারিক জীবন নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে পরিবারের সঙ্গে বিদেশে অবকাশ যাপন করতে দেখা গেছে। কখনও সহশিল্পীদের সঙ্গে কোনো অনুষ্ঠানে তার দেখা মিলছে। কিন্তু পেশাগত কোনো কাজে নেই তিনি।



সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় শিগগিরই ক্যামেরার পেছনে কাজ শুরু করতে চলেছেন তিনি। নতুন পেশায় নতুনভাবে দেখা যাবে তাকে। কিছু দিনের মধ্যেই কাজ নিয়ে একটি ঘোষণা দেবেন তিনি। শুধুই কণ্ঠস্বর নয়, ভিডিওতে স্লাইডে লেখা ‘স্টে টিউন’, সঙ্গে লোগো আর একটি দৃশ্য। ভিডিও ভাইরাল হলে পরীক্ষা করে দেখা গেছে, সেটি আসলে ভুয়া ভিডিও। এআই প্রযুক্তির সহযোগিতায় অভিনেত্রীর কণ্ঠস্বর নকল করে, তার অভিনীত সিনেমার দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে।



এ ব্যাপারে এখনও কোনো বিবৃতি মেলেনি ক্যাটরিনার কাছ থেকে। তবে কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পরিচালনায় না আসলেও প্রযোজনায় আসার ইচ্ছে রয়েছে তার।



প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ক্যাটরিনাকে শেষ দেখা যায় ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। এরপর পর্দায় তাকে দেখতে পাওয়া যায়নি। আগামী বছরে এই নায়িকাকে ‘জি লে জারা’ ও ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় পর্দায় দেখা যাবে বলে অনেক আগে শোনা গিয়েছিল। এসব সিনেমার শুটিং শুরুর খবর এখনো আসেনি।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| বিনোদন ডেস্ক
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ৯.২৫ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ৯.২৫ অপরাহ্ন