ঢাকা
খ্রিস্টাব্দ

সৌন্দর্যের সঙ্গে চাই বায়ু চলাচলের ব্যবস্থা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ৪.২২ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ৪.২২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1393869 জন

  • নিউজটি দেখেছেনঃ 1393869 জন
সৌন্দর্যের সঙ্গে চাই বায়ু চলাচলের ব্যবস্থা
ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোরেলের স্টেশনগুলোর নকশা ও বায়ু চলাচলের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। 


সম্প্রতি একটি কমিউনিটি গ্রুপে মোহাম্মদ ইশতিয়াক হোসাইন নামের এক ব্যক্তি মেট্রো স্টেশনের একটি ছবি শেয়ার করে লেখেন, 'মেট্রোরেলের কিছু কিছু স্টেশনের ডিজাইন অত্যন্ত সুন্দর। তবে বায়ু চলাচলের দিকটি ডিজাইনারদের নজর এড়িয়েছে। গরমের দিনে স্টেশনে এতটাই গরম যে শ্বাস নিতে কষ্ট হয়।


এই পোস্টে নানা মতামত ও অভিমত জানিয়েছেন অনেকেই।  আমজাদ রাফসানি লিখেছেন, 'মেট্রোরেলের সৌন্দর্যকে পোস্টার সন্ত্রাসীদের হাত থেকে বাঁচান।' তার বক্তব্যে স্টেশনের নান্দনিকতাকে রক্ষা করার তাগিদ উঠে এসেছে। প্রান্তি বিনতে রাকিব বলেন, 'কিছু স্টেশন বন্ধ, আবার কিছু স্টেশন খোলা মেলা।



ডিইউ ও উত্তরা স্টেশনগুলো খোলা।' তবে আহমেদ নিনিদ মনে করেন, 'একটার পর একটা ট্রেন আসতেই থাকে। মানুষ কতক্ষণ আর প্ল্যাটফর্মে থাকে! জাপানিরা পাসের মতো ব্যবহার করেছে, কিন্তু আমাদের মতো এত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে, তা ভাবেনি।' মো. শারাফাতের মতে, 'বায়ু চলাচলের জন্য কিছু করলে সাথে সাথেই বৃষ্টি চলে আসতো।


' তার মন্তব্যে বায়ু চলাচল এবং স্টেশনকে বৃষ্টিমুক্ত রাখার সমন্বয়ের প্রয়োজনীয়তা বোঝা যায়। ইমরান হাসান সাজিদ পরামর্শ দিয়েছেন, 'প্ল্যাটফর্মে এত তাড়াতাড়ি না গিয়ে নিচের কংকর্স ফ্লোরে ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকুন। ট্রেন আসার দুই মিনিট আগে স্ক্রিন দেখে প্ল্যাটফর্মে উঠুন।'



শাহরিয়ার সালামাত শুভর মতে, 'ডিজাইন ঠিক আছে, তবে গ্রীষ্মমণ্ডলীয় দেশের জন্য এটি উপযুক্ত নয়।' তবে ভিন্নমতও রয়েছে। রাহাত জোবায়ের বলেছেন, 'আমি কখনোই কোনো অস্বস্তি অনুভব করিনি।'


ঢাকা মেট্রোরেলের স্টেশনগুলোর নকশা ও বায়ু চলাচলের বিষয়টি নিয়ে ভিন্নমত থাকলেও অনেকেই স্টেশনের সৌন্দর্য, ব্যবহারযোগ্যতা এবং স্থাপত্যশৈলীর প্রশংসা করেছেন। তবে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে নকশায় বায়ু চলাচলের উন্নয়ন প্রয়োজন বলে মত দিয়েছেন অনেকেই।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ৪.২২ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ৪.২২ অপরাহ্ন