অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের ব্পিক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
টস জিতে মিরাজ বলেছেন, প্রথম ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। তাই উইকেট ভালো মনে হলেও প্রথম ঘণ্টার সুবিধাটা কাজে লাগাতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটও জানিয়েছেন, টস জিতলে তিনিও বোলিং নিতেন।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের মাঠ বাংলাদেশের ব্যাটারদের জন্য বধ্যভূমি! এই মাঠে সর্বশেষ দুই টেস্টেই ব্যাটাররা ব্যর্থ ছিলেন। ২০১৮ সালে প্রথমবার খেলতে গিয়ে তারা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৪৩ রানে। যা টেস্টে বাংলাদেশের দলীয় সর্বনিম্ন। চার বছর পরও ছিল একই পরিণতি! প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয় সফরকারীরা।
একাদশে কারা
ওয়েস্ট ইন্ডিজ গতকালকেই একাদশ ঘোষণা করেছিল। একাদশে রয়েছে চার পেসার। তারা হলেন- আলজারি জোসেফ, কেমার রোচ, শামার জোসেফ ও জেইডেন সিলস। এর বাইরে মিডিয়াম পেস বল করতে পারেন জাস্টিন গ্রিভসও। বাংলাদেশ অবশ্য তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ ও জেইডেন সিলস।