ঢাকা
খ্রিস্টাব্দ

চার ঘণ্টায় ভোটের শতাংশ জানালো ইসি সচিব

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1880099 জন

  • নিউজটি দেখেছেনঃ 1880099 জন
চার ঘণ্টায় ভোটের শতাংশ জানালো ইসি সচিব
ছবি : সংগৃহীত

বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রথম চার ঘণ্টায় গড়ে ১৭% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।


মঙ্গলবার সকাল ৮টায় দেশের ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।


এর আগে প্রথম দুই ঘণ্টায় সকাল ১০টা পর্যন্ত গড়ে ৭ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছিল কমিশন।


এই সময়ে কোথাও বড় ধরনের কোনো গোলাযোগের খবর না এলেও বিভিন্ন উপজেলায় ঘটেছে বিচ্ছিন্ন কিছু ঘটনা।


দুপুর ১টায় ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসে জাহাংগীর আলম বলেন, “এই চার ঘণ্টায় গড়ে ১৬.৯৪ শতাংশ ভোট পড়েছে। বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোটখাট মিলিয়ে ১৮টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।"


জাহাংগীর আলম বলেন, "সাধারণত আমাদের দেশে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়ে। আশা করি প্রথম ধাপের চেয়ে ভোটের হার বাড়বে।”


এই ধাপে মোট ভোটার আছেন তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন। ১৩ হাজার ১৬টি কেন্দ্রে তাদের ভোট নেওয়া হচ্ছে। ২৪ উপজেলায় ইভিএমে ভোট হচ্ছে। বাকি ১৩২ উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন