ঢাকা
খ্রিস্টাব্দ

সেনাকুঞ্জে ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস’র কুশল বিনিময়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৫.১৪ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৫.১৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1444228 জন

  • নিউজটি দেখেছেনঃ 1444228 জন
সেনাকুঞ্জে ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস’র কুশল বিনিময়
ছবি- ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস’র কুশল বিনিময়

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্যদিকে সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে প্রায় এক যুগ পর সেনাকুঞ্জে গেছেন বেগম খালেদা জিয়া। সেখানে সাক্ষাৎ হলে একে অপরের সঙ্গে কুশল বিমিনয় করেন।



প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার ভাষনে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।



এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে রওনা করেছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেলেন। ২০১৮ সালের পর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিলেন তিনি। সর্বশেষ তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২০১২ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৫.১৪ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৫.১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ