ঢাকা
খ্রিস্টাব্দ

অবশেষে পরীমণির স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে"

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;
নিউজটি দেখেছেনঃ 1548626 জন
  • নিউজটি দেখেছেনঃ 1548626 জন
অবশেষে পরীমণির স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে"
ছবি : সংগৃহীত

বেশ চটপটে স্বভাবের স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা।  রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সব কিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।


এদিকে পরীমণির বৃহস্পতি যেন তুঙ্গে। কিছুদিন আগে কলকাতার পূজা মণ্ডপ ছেয়ে যায় তার সিনেমার পোস্টারে। সেই রেশ কাটতে নয়া কাটতেই আসলো ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির পাচ্ছে।


বরিশালের এক প্রত্যন্ত অঞ্চলে সুপ্তি ও প্রদীপের সুখের সংসার। কিন্তু তাদের এই সুখ খুব বেশি দিন স্থায়ী হয় না। প্রদীপের অতীত ইতিহাসের কারণে একদিকে তার গ্যাংয়ের লোকজন, অন্যদিকে পুলিশ তাকে খুঁজে বেড়ায়। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে স্বামীর সঙ্গে। এমনই গল্প নিয়ে অনম বিশ্বাস নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। বৃহস্পতিবার (৭ নভেম্বর) মধ্যরাতে এটি মুক্তি পাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট :