ঢাকা
খ্রিস্টাব্দ

গাইবান্ধার পলাশবাড়ী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা ।।
নিউজটি দেখেছেনঃ 1548967 জন
  • নিউজটি দেখেছেনঃ 1548967 জন
গাইবান্ধার পলাশবাড়ী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাইবান্ধায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহিদুল ইসলাম (৫৫)কে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩ গাইবান্ধা । মঙ্গলবার রাতে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


গ্রেফতার জাহিদুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন মামলায় আসামি জাহিদুর ইসলামকে যাবজ্জীবন সাজা দেয় বিজ্ঞ আদালত। তখন থেকে আত্মসমর্পণ না করে পলাতক ছিলেন তিনি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাশবাড়ীর ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, গ্রেফতার আসামি জাহিদুল ইসলামকে সাদুল্লপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা ।।

আপডেট :