ঢাকা
খ্রিস্টাব্দ

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুশিয়ারি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ২.৫৪ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ২.৫৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1399402 জন

  • নিউজটি দেখেছেনঃ 1399402 জন
চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুশিয়ারি

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি ও হিন্দু সংগঠনগুলো বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। সোমবার রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার (২৬ নভেম্বর) ভারত-বাংলাদেশ সীমান্তে অবরোধ এবং বিক্ষোভের আয়োজন করা হবে। শুভেন্দু অধিকারী দাবি করেন, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতারে বাংলাদেশের হিন্দুদের জন্য বিপদের সঙ্কেত। তিনি আরও জানান, ‘আমরা আগামীকাল সীমান্তে বিক্ষোভ করব। কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে, পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সংগঠন রাস্তায় নামবে।’


এদিকে, ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে বাংলাদেশের বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন হিন্দু নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাস। ইতিমধ্য়েই বাংলাদেশের সংখ্য়ালঘুদের মধ্য়ে এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার মধ্যেই এবার এনিয়ে ভারতের বিদেশেমন্ত্রী এস জয়শঙ্করের কাছে বিশেষ আবেদন করলেন রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।


ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, তিনি (শুভেন্দু অধিকারী) এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিখ্যাত হিন্দুনেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভূকে বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে তুলে নিয়ে গিয়েছে ডিটেকটিভ ব্রাঞ্চ। তিনি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের পরিত্রাণের জন্য যে লড়াই তাতে নেতৃত্ব দিচ্ছিলেন।


বাংলাদেশি সনাতনী সম্প্রদায়ের আশঙ্কা যে মহম্মদ ইউনুসের রাডিকাল জমানা যতটা সম্ভব নীচে নামতে পারে…  সেই সঙ্গে তিনি লিখেছেন, আমি জয়শঙ্কর জীর কাছে আবেদন করছি এই বিষয়টি জরুরী ভিত্তিতে দেখুন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।


বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে মামলা করেছে। তিনি আগেই বলেছিলেন, আমি সকলের কাছে অনুরোধ করছি যে কোনও সময় আমায় গ্রেফতার করা হতে পারে। আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে জারি রাখবেন।


গ্রেফতারের আগে  চিন্ময় কৃষ্ণ দাস প্রভূ যে বার্তা দিয়েছিলেন:

সনাতন সম্প্রদায়ের ৮ দফা দাবি আদায়ের সংগ্রামে সম্প্রতি রংপুরের এক বিভাগীয় সমাবেশে গ্রেফতার হওয়ার বিষয়ে আশংকা প্রকাশ করে তিনি বলছেন, “আমি কিছু কথা বলতে চাই। আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। জাতীয় পতাকা অবমাননার মামলা করা হয়েছে। …আমরা বিগত ৫ অগস্টের পরে সনাতনী জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় অত্যাচার বন্ধ করার জন্য এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য …আমি মাঠে নেমেছি। আমরা সুশৃঙ্খল ভাবে আট দফা দাবির ভিত্তিতে আন্দোলন জারি রেখেছি। বিগত শুক্রবার সকলের সহযোগিতায় প্রতিবাদসভা অনুষ্ঠিত করেছিলাম। আমাদের কোন কর্মসূচি রাষ্ট্রের বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়,…বলেছিলেন তিনি। এই ভিডিয়ো পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।”


উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে ফেরার উদ্দেশ্যেই তিনি সেখানে অবস্থান করছিলেন বলে ইসকনের এক কর্মকর্তা জানান।


তাকে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাদা পোশাকে কিছু লোক সাদা একটি গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ করেন তাঁর ব্যক্তিগত সহকারী আদিত্য দাশ।


চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ব্যক্তিগত সহকারী আদিত্য দাশ আরো বলেন, গাড়ি থেকে এয়ারপোর্টে নামার পর বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে কয়েকজন লোক এসে ডিবি পরিচয়ে ‘স্যারের সঙ্গে কথা আছে’ বলে একটি গাড়িতে তুলে নেয়। ঢাকা থেকে বিকেল ৫টা ৩৫ মিনিটে নভোএয়ারে চট্টগ্রাম ফেরার কথা ছিলো আমাদের এমনটি বলেছেন তিনি।


পরবর্তীতে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে ডিবি গ্রেপ্তার করেছে। যারা আবেদন করেছে, তাদের কাছে তাঁকে হস্তান্তর করা হবে বলেও গণমাধ্যমকে জানান তিনি।


অপরদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আটকের খবরে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহরে সনাতনীরা বিক্ষোভ করেন। লক্ষ লক্ষ সনাতনী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন। এরই মধ্যে ভারতের  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্রতিক্রিয়ায় হুশিয়ারি জানালেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ২.৫৪ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ২.৫৪ পূর্বাহ্ন