ঢাকা
খ্রিস্টাব্দ

৭০ বাংলাদেশি নিয়ে দুর্ঘটনার কবলে বাস

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক : | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ৯.৩৮ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ৯.৩৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 880417 জন

  • নিউজটি দেখেছেনঃ 880417 জন
৭০ বাংলাদেশি নিয়ে দুর্ঘটনার কবলে বাস
ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি তীর্থযাত্রী ছিলেন। আজ রবিবার সকালে রাজ্যের ভুবনেশ্বরের উত্তরচকে দুর্ঘটনার শিকার হয় বাসটি। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


ওড়িশা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি ছিলেন। তারা পুরির দিকে যাচ্ছিলেন। এর আগে এই তীর্থযাত্রী কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন।


জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি উলটে যায়। আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কী কারণে এ দুর্ঘটনা ঘটল সেটি নিরূপণে আরও তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক : | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ৯.৩৮ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ৯.৩৯ অপরাহ্ন