ঢাকা
খ্রিস্টাব্দ

আইনজীবী পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: বাদী দাবি করেন, আসামিকে চেনেন না

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1693214 জন
  • নিউজটি দেখেছেনঃ 1693214 জন
আইনজীবী পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: বাদী দাবি করেন, আসামিকে চেনেন না
ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার বাদী মো. বাকের (৫২) দাবি করেছেন, তিনি পান্নাকে চেনেন না। মামলার পেছনে বিএনপি ও জামায়াতের আইনজীবীদের সহযোগিতার কথা উল্লেখ করেছেন বাকের, যিনি মেরাদিয়া বাজারের সামনে ঘটনার সময়ে তার ছেলের জন্য ন্যায়বিচার চাইতে পুলিশ ও আইনজীবীদের সহায়তা নেন।


মামলাটি গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের অভিযোগে দায়ের করা হয়। মামলার বাদী জানিয়েছেন, পান্নার নাম আসামি তালিকায় কীভাবে এসেছে, তা তিনি জানেন না।


জেড আই খান পান্না, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং বিভিন্ন আইনের প্রতিবাদে অবস্থান নিয়েছেন। পান্না মামলাটির পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।


মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করা হয়েছে, তবে আসামিদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করা হয়নি। তদন্ত শেষে যদি কারো নাম মিথ্যা হয়, তবে তা বাদ দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :