ঢাকা
খ্রিস্টাব্দ

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্ক সৃষ্টি না করতে রাষ্ট্রপতির আহ্বান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1693293 জন
  • নিউজটি দেখেছেনঃ 1693293 জন
শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্ক সৃষ্টি না করতে রাষ্ট্রপতির আহ্বান
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত বিতর্ক নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মীমাংসিত বিষয়গুলো নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে।


রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত তথ্যগুলো জনমনে বিভ্রান্তি তৈরি করছে। রাষ্ট্রপতি জানান, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে, তার উত্তর আপিল বিভাগের আদেশে পরিষ্কার হয়েছে।


৮ আগস্ট রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চান। তাদের পরামর্শে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ নেওয়া হয়।


গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, পরে শেখ হাসিনা ভারতে চলে যান। রাষ্ট্রপতি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি পদত্যাগের ব্যাপারে শুনেছেন, তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রমাণ তার কাছে নেই।


এদিকে, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, উচ্চ পদস্থ একজন ব্যক্তি যদি প্রকাশ্যে পদত্যাগ করেন এবং তা আদালতের কাছে স্বীকৃত হয়, তবে এর ওপর প্রশ্ন তোলা অযৌক্তিক।


রাষ্ট্রপতির বক্তব্য ও পরিস্থিতির আলোকে তিনি সকলকে স্থিতিশীলতা বজায় রাখতে অনুরোধ করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :