ঢাকা
খ্রিস্টাব্দ

হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের কোনো প্রয়োজন নেই : হাসনাত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1689272 জন
  • নিউজটি দেখেছেনঃ 1689272 জন
হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের কোনো প্রয়োজন নেই : হাসনাত
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়েছে, তাই তার পদত্যাগপত্রের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২১ অক্টোবর) দুপুরে তিনি এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন।


হাসনাত লিখেছেন, "হাসিনাকে উৎখাত করা হয়েছে। একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই।"


তার পোস্টে দেড় ঘণ্টায় ৮ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। মন্তব্যকারীদের মধ্যে মোখলেসুর রহমান সাগর বলেছেন, "গণ-অভ্যুত্থানে পদত্যাগপত্র লাগে না।" অন্য একজন, মীর রূপক মিয়া, বলেছেন, "হাসিনার পদত্যাগের কোনো তাৎপর্য নেই।" সাদিক খান সহমত পোষণ করেছেন, এবং মোহাম্মদ নাজমুল ইসলাম মন্তব্য করেছেন, "যে সরকারকে মানি না, তার পদত্যাগপত্র দিয়ে কী করব?"


এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত সপ্তাহে দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই। তার মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়, যার প্রতিক্রিয়া হিসেবেই হাসনাত আব্দুল্লাহের পোস্টটি এসেছে।





নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :