আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হবে আগামীকাল। তবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই গতকাল ফুটবল ও রাগবির পর্ব শুরু হয়েছে। আজ শুরু হয়েছে আর্চারি পর্ব।
আর আর্চারি পর্ব শুরু হতে না হতেই বিশ্বরেকর্ডও হয়ে গেছে।
প্রথমবার অলিম্পিকে খেলতে নেমে রেকর্ডটি গড়েছেন লিম সিহিয়েওন। নারী ব্যক্তিগত রিকার্ভ আর্চারির র্যাংকিং রাউন্ডে সর্বোচ্চ পয়েন্টের বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার এই আর্চার।
র্যাংকিং রাউন্ডে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৯৪ পয়েন্ট পেয়েছেন সিহিয়েওন। এত পয়েন্ট বিশ্বের আর কোনো নারী আর্চার পাননি।
আগের সর্বোচ্চ স্কোরও ছিল দক্ষিণ কোরিয়ার আরেক আর্চারের। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ৬৯২ পয়েন্ট পেয়ে রেকর্ড গড়েছিলেন কাং চেইয়োং। তার রেকর্ড এবার ভেঙে দিলেন সিহিয়েওন।
অলিম্পিকের রেকর্ডটি ছিল আরো কম।
২০২০ টোকিও অলিম্পিকে ৬৮০ পয়েন্ট পেয়ে এত দিন রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ কোরিয়ার আর্চার আন সান। দলীয়তেও নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। চীনের ১৯৯৬ পয়েন্টকে পেছনে ফেলে শীর্ষস্থানে এখন দক্ষিণ কোরিয়ার ২০৪৬ পয়েন্ট।
রেকর্ড গড়ে খুশি সিহিয়েওন। তিনি বলেছেন, ‘এটা আমার প্রথম অলিম্পিক হওয়ায় সর্বোচ্চটুকু নিংড়ে দিতে চেয়েছিলাম।
এর জন্য সেভাবে প্রস্তুতিও নিয়েছি। আমি শুধু চেষ্টা করেছি খেলাটি উপভোগ করতে। এখন ফল আমার পক্ষে।’