ঢাকা
খ্রিস্টাব্দ

ইউনূসের মানি লন্ডারিং মামলায় আপিলের অনুমতি পেলেন সুপ্রিম কোর্ট

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1687148 জন
  • নিউজটি দেখেছেনঃ 1687148 জন
ইউনূসের মানি লন্ডারিং মামলায় আপিলের অনুমতি পেলেন সুপ্রিম কোর্ট
ছবি : দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের কর্মকর্তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলার কার্যক্রম বাতিল চেয়ে আনা আবেদন খারিজের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ 'লিভ টু আপিল' মঞ্জুর করে আগামী ১৯ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।


ড. ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল্লাহ আল মামুন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। মামলাটির অপর আপিলকারীরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।


আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, বিচারিক আদালতে কার্যক্রম বাতিলের আবেদন করা হলে তা নামঞ্জুর করে চার্জ গঠন করা হয়। হাইকোর্টে আপিল করা হলে সেটিও খারিজ হয় এবং এক বছরের মধ্যে বিচার শেষ করতে নির্দেশ দেওয়া হয়। মামলাটি গত বছরের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের বিরুদ্ধে দায়ের করা হয়, যেখানে অভিযোগ করা হয় আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন।


আইনজীবী মামুন আরও বলেন, মামলার কার্যক্রম প্রত্যাহার অবৈধ এবং এটি প্রভাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আপিল বিভাগ তিনটি গ্রাউন্ডে তাদের লিভ টু আপিল মঞ্জুর করেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :