ঢাকা
খ্রিস্টাব্দ

জনমত জরিপে কামালার সঙ্গে ট্রাম্পের ব্যবধান কমেছে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1676308 জন
  • নিউজটি দেখেছেনঃ 1676308 জন
জনমত জরিপে কামালার সঙ্গে ট্রাম্পের ব্যবধান কমেছে
ছবি : সংগৃহীত

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যে প্রায় ৮০ লাখ ভোট হয়ে গেছে, যা ইঙ্গিত দিচ্ছে এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জনমত জরিপে দেখা যাচ্ছে, কামালা হ্যারিসের সঙ্গে ট্রাম্পের ব্যবধান ২ শতাংশে নেমে এসেছে।


জর্জিয়ায় এক নির্বাচনী সভায় কামালা বলেন, সরকার নারীদের গর্ভপাতের অধিকার নিয়ে হস্তক্ষেপ করতে পারে না। এর জবাবে, ট্রাম্প অভিযোগ করেছেন যে কামালার নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের জন্য হুমকি।


যুক্তরাষ্ট্রে ১৯টি অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ চলছে। প্রথম দিনে জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনার মতো অঙ্গরাজ্যে সর্বাধিক ভোটের রেকর্ড হয়েছে। নেভাডা নতুন করে আগাম ভোটদান শুরু করেছে, যা ভোটারদের মধ্যে উচ্চ আগ্রহের প্রতিফলন ঘটাচ্ছে।


ভোটারদের মধ্যে ট্রাম্পকে সমর্থনকারী একজন বলেন, “তিনি অর্থনীতিকে পুনরুদ্ধার করবেন।” অন্যদিকে, কামালার সমর্থকরা শান্তি এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলছেন।


নির্বাচনের দোরগোড়ায় দুই প্রার্থীই প্রচারে রমরমা, ট্রাম্প নারীদের গর্ভপাতকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরছেন। তিনি কামালাকে চ্যালেঞ্জ করেছেন যে তিনি নির্বাচনী বিতর্কে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছেন।


ট্রাম্প দাবি করেন, কামালার প্রার্থী হওয়ার প্রক্রিয়া গণতান্ত্রিক ছিল না। নির্বাচনের বাকি মাত্র ১৬ দিন, আর সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে, কামালা হ্যারিসের সঙ্গে ট্রাম্পের ব্যবধান কমেছে।


এই নির্বাচনে সাতটি স্যুইং স্টেটে ট্রাম্পের প্রভাব এখনও অটুট রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :