বলিউড সুপারস্টার সালমান খান আবারও হত্যার হুমকির মুখে। বিষ্ণোই গ্যাং তার ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে, দাবি করেছে তারা। হুমকির মধ্যে বলা হয়েছে, ৫ কোটি টাকা না দিলে সালমানের পরিণতি হবে ভয়াবহ। কৃষ্ণসার হরিণ হত্যার প্রতিশোধ নিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
এই পরিস্থিতিতে সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বর্তমানে ‘বিগ বস’র শুটিং সেটে ৬০ জন নিরাপত্তারক্ষী তৎপর রয়েছেন। বৃহস্পতিবার রাতে সালমান নিরাপত্তার চাদরে ঢাকা অবস্থায় শুটিংয়ে অংশগ্রহণ করেন।
শুটিং সেটের প্রবেশপথে নিরাপত্তা কড়া করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং টিমের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, শুটিং শেষ না হওয়া পর্যন্ত সেট ছাড়বেন না।
গত এপ্রিল মাসে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, যা বিষ্ণোই গ্যাংয়ের কাজ বলে জানা গেছে। তাদের তরফ থেকে আরও হুমকি আসায় সালমানের নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।